• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ে নিহত, আহত বাবা ছেলে

টাঙ্গাইল (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ অক্টোবর ২০২১, ২১:০৫
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ে নিহত, আহত বাবা ছেলে
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ে নিহত (ফাইল ছবি)

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় বাবা ও ছেলে আহত হয়েছেন। শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার হাতিলা এলাকায় এ ঘটনা ঘটে।

হতাহতদের মধ্যে তাৎক্ষণিক তিন জনের নাম জানা গেছে। এরা হলেন- মা সারা মনি (২৮) ও বাবা আজগর আলী (৩৮) ও ছেলে আব্দুল্লাহ (৭)। হতাহতরা টাঙ্গাইলের বাসাইল উপজেলার সোনালিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, হতাহতরা জেলার বাসাইল উপজেলার সোনালিয়া থেকে মোটরসাইকেল যোগে টাঙ্গাইলের কোদালিয়া যাচ্ছিলেন। কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রেনটি সদর উপজেলার হাতিলা এলাকায় পৌছালে রেল ক্রসিং পাড় হওয়ার ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে ট্রেনে কাটা পড়ে নিহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় আজগর আলী ও আব্দুল্লাহকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় উন্নত চিকিৎসার জন্য আজগর আলীকে ঢাকায় প্রেরণ করা হয়।

এ বিষয়ে টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশন মাস্টার মো. সোহেল খান বলেন, ঘটনাটি আমরা শুনেছি। তবে পুলিশ পৌছানোর পূর্বে স্বজনরা লাশ বাড়ি নিয়ে গেছে।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিআই স্বীকৃতি পেল টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্য 
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর হামলা-ছিনতাই, কিশোর গ্যাংকে ধরতে মরিয়া পুলিশ
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
‘সংসদ সদস্য কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন না’
X
Fresh