• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

বেগমগঞ্জে সহিংসতা: ভিডিও দেখে হামলাকারী গ্রেপ্তার 

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ অক্টোবর ২০২১, ১৪:৫৯
বেগমগঞ্জে সহিংসতা: ভিডিও দেখে হামলাকারী গ্রেপ্তার 
গ্রেপ্তারকৃত ব্যক্তি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মন্দিরে হামলার ঘটনায় সিসিটিভির ভিডিও ও স্থিরচিত্র দেখে এক হামলাকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি বেগমগঞ্জ উপজেলার ১৪ নাম্বার হাজীপুর ইউনিয়নের মিজি বাড়ির আব্দুল হকের ছেলে মো. মাসুম (২৫)।

মো. শামীম হোসেন বলেন, সিসিটিভির ভিডিও ও স্থিরচিত্রের মাধ্যমে শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চৌমুহনীর শ্রী রাধাকষ্ণ মন্দির, ইসকন মন্দির, শ্রীশ্রী রামঠাকুর চন্দ্রসহ বিভিন্ন মন্দিরে হামলার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হামলার কথা স্বীকার করেছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। বেগমগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে পা রাখা মাত্রই গ্রেপ্তার কুয়েতের সাবেক মন্ত্রী
সেই ভিডিওতে নিজেকে নাচতে দেখে যা বললেন মোদি
রাজধানীতে মাদকসহ ২৪ জন গ্রেপ্তার
চুরির অভিযোগে রাশিয়ায় গ্রেপ্তার মার্কিন সেনা 
X
Fresh