• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মহাসড়কে যানজট, ট্রেনে কাটা পড়ে হেলপারের মৃত্যু 

সিরাজগঞ্জ সংবাদদাতা, আরটিভি নিউজ

  ১৪ অক্টোবর ২০২১, ১১:৪৩
মহাসড়কে যানজট, ট্রেনে কাটা পড়ে হেলপারের মৃত্যু 
ফাইল ছবি

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে মো. বেলাল হোসেন নামে এক ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোরে ঢাকা-ঈশ্বরদী রেলপথে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি দিনাজপুর জেলা সদরের সুন্দরগঞ্জ গ্রামের মৃত শওকত আলীর ছেলে মো. বেলাল হোসেন (৩৫)।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) উপ-পরিদর্শক আমিরুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ট্রাকের হেলপার ছিলেন বেলাল। মুলিবাড়ী এলাকায় যানজট থাকায় তিনি ট্রাক থেকে নেমে মহাসড়কের পাশেই রেলপথ পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাট পড়ে মারা যান তিনি।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খিলগাঁওয়ে একইদিনে তিন শিশুর মৃত্যু
দ্বিতীয় বিয়ে নিয়ে বিরোধ, ছেলের হাতে যুবলীগ নেতার মৃত্যু
রাজধানীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু 
ভারতে ভোট দিতে গিয়ে হিটস্ট্রোকে ৫ জনের মৃত্যু
X
Fresh