• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

সিনহা হত্যা মামলা: পঞ্চম দফায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

অনলাইন ডেস্ক
  ১১ অক্টোবর ২০২১, ১৯:৩১
সিনহা হত্যা মামলা: পঞ্চম দফায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
ফাইল ছবি

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ৫ম দফার ২য় দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় দিনে ২৭তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আদালতের কার্যক্রম শুরু হয়।

দ্বিতীয় দিনে দুই সেনা কর্মকর্তাসহ ৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সাক্ষীরা হলেন, সার্জেন্ট জিয়াউর রহমান, সার্জেন্ট আজিজুর রহমান, মোহাম্মদ কামরুল, আহমেদ কবির মনু ও আবুল কালাম ধলা মিয়া। এ নিয়ে এ মামলায় মোট ৩১ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, কাল ৫ম দফার শেষ দিনে আরও ৫ থেকে ১০ সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করবেন বলে আশা প্রকাশ করেন।

এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে মামলার ১৫ আসামিকে প্রিজনভ্যানে করে কড়া পুলিশ পাহারায় আদালতে আনা হয়।

উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এমআই/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমি ভরাট, ৩ জনের কারাদণ্ড
আদালতে নিপুণের রিট, যা বললেন মিশা সওদাগর 
সোহেলের চেয়ারম্যান পদ অবৈধ, ফেরত দিতে হবে ৫ বছরের বেতন-ভাতা
‘ক্যাসিনো’ সেলিমকে জরিমানা, প্রার্থিতা বাতিলের রায় বহাল
X
Fresh