• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

তুরাগ নদে এবার ডুবল বাল্কহেড

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ অক্টোবর ২০২১, ১৮:৫৫
তুরাগ নদে এবার ডুবল বাল্কহেড
ফাইল ছবি

সাভারে আমিনবাজার তুরাগ নদের ট্রলার ডুবির ঘটনার রেশ কাটতে না কাটতেই একই স্থানে সিমেন্টবোঝাই একটি বাল্কহেড ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

রোববার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে তুরাগ নদের গাবতলী ও দ্বীপনগর পাড়ের মাঝনদীতে এ ঘটনা ঘটে।

আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সবুর এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রলারডুবির ঘটনাস্থল থেকে একটু সামনে সিমেন্টবোঝাই বাল্কহেডটি ডুবে গেছে। তবে এখনো বিস্তারিত জানা যায়নি। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।

অন্যদিকে আমিনবাজার নৌ-পুলিশের পরিদর্শক আলমগীর শেখ বলেন, ২টি বাল্কহেডের সংঘর্ষে সিমেন্টবোঝাই বাল্কহেডটি ডুবে যায়। তবে এ ঘটনায় কোনো নিখোঁজ কিংবা মৃত্যুর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, শনিবার (০৯ অক্টোবর) ভোরে সাভারের আমিনবাজারে তুরাগ নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ১৮ যাত্রীসহ একটি ট্রলার ডুবে যায়। এ সময় ৭ জন নিখোঁজ হলেও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি ২ জন এখনও নিখোঁজ রয়েছে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার, বাল্কহেডসহ আটক ১১
মেঘনায় বাল্কহেডে অভিযান, ৪ সুকানি আটক
মোংলায় ডুবে যাওয়া বাল্কহেড থেকে চাল উত্তোলন শুরু
মোংলায় বাল্কহেড ডুবিতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
X
Fresh