• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ট্রেনে কাটা পড়ল মানসিক প্রতিবন্ধী

পাবনা প্রতিনিধিঃ আরটিভি নিউজ

  ০৮ অক্টোবর ২০২১, ২৩:৫৫
ট্রেনে কাটা পড়ল মানসিক প্রতিবন্ধী

পাবনার ভাঙ্গুড়ায় চলন্ত ট্রেনে কাটা পড়ে যুগল সূত্রধর (৬৫) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ মারা গেছেন। শুক্রবার (৮ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কৈডাঙ্গা রেল সেতুর পূর্বপাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুগলের নাম ছাড়া অন্য কোনো পরিচয় জানেন না এলাকাবাসী।

এলাকাবাসী জানায়, মানসিক ভারসাম্যহীন যুগল প্রায় এক বছর ধরে সদর ইউনিয়নের কৈডাঙ্গা বাজারে বিভিন্ন দোকানের বারান্দায় ও রাস্তার ধারে থাকতেন। দিনভর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়ে মানুষের কাছ থেকে চেয়ে খাবার খেতেন। এলাকার মানুষ তার পরিচয় জানতে চাইলেও কিছু বলতে পারেননি তিনি। এ অবস্থায় শুক্রবার দুপুরে যুগল সেতুর পূর্বপাড়ে রেল লাইনের ওপর শুয়ে ছিল। এরপর বিকেল পৌনে ৩টার দিকে একটি ঢাকাগামী চলন্ত ট্রেন তাকে দ্বিখণ্ডিত করে চলে যায়।

কৈডাঙ্গা গ্রামের ইউপি সদস্য সাগর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ মারা যাওয়ার ঘটনা থানা পুলিশ ও রেল পুলিশকে জানানো হয়েছে। তারা এসে লাশ দাফনের ব্যবস্থা করবেন। পরিবারের সন্ধান না পাওয়ায় মরদেহ সৎকারের ব্যবস্থাও করবেন প্রশাসন।
এমএন/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ৩
বৃষ্টির জন্য পাবনায় ইসতিসকার নামাজ
বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
X
Fresh