• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কোকেন মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের কারাদণ্ড 

খুলনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ অক্টোবর ২০২১, ১৩:২৫
কোকেন মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের কারাদণ্ড 
ফাইল ছবি

খুলনায় আলোচিত কোকেন মামলার রায়ে ১ জনের মৃত্যুদণ্ড ও ৫ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় দণ্ডিতদের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে খুলনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এই রায় ঘোষণা করেন।

খুলনা দায়রা জজ আদালতের পিপি এনামুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

এ রায়ে আসামি বিকাশ চন্দ্র বিশ্বাসকে ফাঁসিতে ঝুলি‌য়ে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জ‌রিমানার আদেশ দেয়া হয়। এছাড়া সো‌হেল রানা‌কে আমৃত্যু কারাদণ্ড ও ১ লাখ টাকা জ‌রিমানা, ছ‌গিরকে ১৫ বছর সশ্রম কারাদণ্ড ও এক লাখ জ‌রিমানা, অনাদা‌য়ে ২ বছ‌রের বিনাশ্রম কারাদণ্ড এবং বিকাশ চন্দ্র মণ্ডল, এরশাদ ও ফজলুর রহমান ফ‌কিরকে ১০ বছ‌রের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জ‌রিমানা, অনাদা‌য়ে আরও এক বছ‌রের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ১১ আগস্ট (শুক্রবার) খুলনা মহানগর ও দাকোপ উপজেলায় রাতভর অভিযান চালিয়ে সোয়া ২ কেজি কোকেনসহ ৬ জনকে গ্রেপ্তার করে র‌্যাব-৬ এর সদস্যরা।

উদ্ধার করা কোকেনের আনুমানিক মূল্য প্রায় ২২ কোটি ৫০ লাখ টাকা। চক্রটি দেড় বছর ধরে কোকেন বিক্রির চেষ্টা করছে বলে জানান র‌্যাব কর্মকর্তারা।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে কোটি টাকার কোকেন উদ্ধার
নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
X
Fresh