• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

স্বর্ণদ্বীপ থেকে ভাসানচরে ফিরল সেই ৪৭ রোহিঙ্গা

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২১, ১৪:২৮
স্বর্ণদ্বীপ থেকে ভাসানচরে ফিরল সেই ৪৭ রোহিঙ্গা
আটক ৪৭ রোহিঙ্গা

নোয়াখালীর হাতিয়া উপজেলার স্বর্ণদ্বীপ থেকে ভাসানচরে ফিরল আটক ৪৭ রোহিঙ্গা। বুধবার (৬ অক্টোবর) বেলা ১১টায় ভাসানচরের নৌবাহিনীর জেটিঘাটে পৌঁছান কোস্টগার্ডের সদস্যরা।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, স্বর্ণদ্বীপ থেকে ৪৭ রোহিঙ্গাকে কোস্টগার্ড উদ্ধার করেছে। পুলিশের সহায়তায় তাদের ভাসানচরের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি ও ক্যাম্প ইনচার্জ (সিআইসি) অফিসে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, আজ বুধবার (৬ অক্টোবর) ৪৫ জন রোহিঙ্গা হাতিয়া উপজেলার স্বর্ণদ্বীপে আটক আছে বলে আমরা সংবাদ পাই। তারা ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর জন্য বের হলে বোটের মাঝি কৌশলে তাদের সেখানে নামিয়ে দিয়ে চলে যান।

তিনি আরও বলেন, প্রায় ২ দিন ধরে তারা সেখানে না খেয়ে আছে বলে জানা যায়।আজ বুধবার (৬ অক্টোবর) উদ্ধারের পর জানতে পারলাম সেখানে পুরুষ ১০ জন, নারী ১২ জন ও ২৫ জন শিশুসহ ৪৭ জন রয়েছেন।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমারে সেনা ট্রেনিং নিয়ে ফেরা ২ রোহিঙ্গা গুলিসহ গ্রেপ্তার
সিলেটে ঝুম বৃষ্টি, স্বস্তি ফিরল নগরে 
হায়দ্রাবাদকে বিধ্বস্ত করে ছয় ম্যাচ পর জয়ে ফিরলো বেঙ্গালুরু
পাকিস্তানের সংসদ ভবনে জুতা চুরি, খালি পায়ে ফিরলেন এমপিরা
X
Fresh