• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ধানের বস্তার চাপায় কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জ সংবাদদাতা, আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৪
ধানের বস্তার চাপায় কৃষকের মৃত্যু
ফাইল ছবি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ সদর ইউনিয়নে ধান ভর্তি বস্তার নিচে চাপা পড়ে কামরুল হাসান (২০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে ওই ইউনিয়নের চকজয়কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক একই গ্রামের মৃত ইছাহাক আলী মণ্ডলের ছেলে কামরুল হাসান।

জানা গেছে, বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিনসাড়া হাটে ধান বিক্রি করার জন্য কামরুল হাসান দুই মণ ওজনের বস্তায় ধান ভর্তি করেন। এর পর ওই বস্তা মাথায় নিয়ে নৌকাতে রাখতে যান। এ সময় কাঁদা মাটিতে তার পা পিছলে গেলে ধানের বস্তার নিচে তিনি চাপা পড়েন। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে বস্তার নিচ থেকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় তাড়াশ হাসপাতালে নেয়ার পথে কামরুল মারা যান।

তাড়াশ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. বাবুল শেখ এই তথ্য নিশ্চিত করেছেন।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেল ২ সবজি বিক্রেতার 
ডিএসসিসির ময়লার গাড়িচাপায় কিশোর নিহত
মোল্লাহাটে বালুবাহী ট্রলিচাপায় নিহত ২
নাটোরে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু
X
Fresh