• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

নাটোরে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ এপ্রিল ২০২৪, ১৯:৫৭
ছবি : সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে কৃষি জমিতে কাজ করার সময় হিটস্ট্রোকে বকুল হোসেন (৩০) নামে এক কৃষকের মুত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার চান্দাই ইউনিয়নের সাতইল বিলে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত বকুল হোসেন একই উপজেলার গাড়ফা উত্তরপাড়া গ্রামের হাজী আব্দুর রহিমের ছেলে।

চান্দাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহানাজ পারভীন গণমাধ্যমকে বলেন, ‌প্রচণ্ড রোদের মধ্যে সকাল থেকে কৃষি জমিতে কাজ করছিলেন কৃষক বকুল হোসেন। কাজের একপর্যায়ে রোদের তীব্র তাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েন।

এ অবস্থায় তিনি বিলের মধ্যকার জলাশয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সেখানে পোঁছানোর আগেই তিনি মারা যান। পরে স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে তার মরদেহ উদ্ধার করে বকুলের বাড়িতে পৌঁছে দেয় বলেও জানান ওই স্থানীয় প্রতিনিধি।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম বলেন, বিলে কাজ করতে গিয়ে এক কৃষকের মৃত্যুর খবর শুনেছি। তবে তা হিটস্ট্রোক কিনা সে বিষয়ে সঠিক বলতে পারছি না।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র তাপদাহের মধ্যেই ঘন কুয়াশা!
মে দিবসের কর্মসূচিতে গিয়ে হিট স্ট্রোকে শ্রমিকের মৃত্যু
আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
‘হিটস্ট্রোকে’ সৌদিপ্রবাসীর মৃত্যু
X
Fresh