Mir cement
logo
  • ঢাকা সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২ আশ্বিন ১৪২৮

স্কুল খোলায় ঘোরাঘুরি, প্রাণ গেল ৩ ছাত্রীর

স্কুল খোলায় ঘোরাঘুরি, প্রাণ গেল ৩ ছাত্রীর
স্কুল খোলায় ঘোরাঘুরি, প্রাণ গেল ৩ ছাত্রীর

গাজীপুরের পাইনশাইল এলাকায় তুরাগ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যাওয়া নিখোঁজ তিন ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিচি ও তার ছোট বোন রিয়া তুরাগ নদের শাখা লবণদাহ খালে গোসল করতে নামে। একই সঙ্গে তাদের খেলার সাথী মায়া ও আইরিনও নামে ওই খালে। তাদের কারোই সাঁতার জানা ছিল না। এখনও বন্যার পানি থাকায় খালে ছিল তীব্র স্রোত। হঠাৎ করেই ওই চার শিশু স্রোতে ভেসে যায়। এই দৃশ্য দেখে আশপাশের লোকজন পানিতে নেমে রিচিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মায়া আক্তার ও আইরিন আক্তারের মরদেহ উদ্ধার করে। তবে এখনও রিয়ার লাশ উদ্ধার করতে পারেনি ডুবুরি দল।

আইরিন গাছপুকুর পাড় দাখিল মাদ্রাসার ছাত্রী, রিচি ভাওয়াল মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী এবং মায়া ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল। নিখোঁজ রিয়া আক্তার স্থানীয় সোলেমানের মেয়ে ও একই মাদরাসার ৩য় শ্রেণির ছাত্রী।

এমআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS