• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

রামেক হাসপাতালে করোনায় আরও ৬ জনের প্রাণহানি

স্টাফ রিপোর্টার (রাজশাহী), আরটিভি নিউজ

  ১৪ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৪
রামেক হাসপাতালে করোনায় আরও ৬ জনের প্রাণহানি
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৩ জন এবং উপসর্গ নিয়ে ৩ জন মারা যান।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

জানা গেছে, রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গত ১০৬তম দিনে মোট ১ হাজার ৩৪২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এর মধ্যে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া ১ জন করে মারা গিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ২৮১ জনের আর করোনা শনাক্ত হয়েছে ২১ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৪৭ শতাংশ।

এছাড়াও করোনার সংক্রামণ ও মৃত্যু কমে আসায় রামকে হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে রোগী ভর্তি সংখ্যা কমেছে। তাই করোনা ইউনিটে শয্যা সংখ্যা কমানোর পর বর্তমানে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ২৪০টি। এর মধ্যে রোগী ভর্তি রয়েছে ১৩৩ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২২ জন।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
স্ত্রীর মৃত্যু, শোক সইতে না পেরে স্বামীর আত্মহত্যা
সন্দ্বীপে ভাসুরের ছেলের বটির আঘাতে চাচি মৃত্যুশয্যায়
সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
X
Fresh