• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আরটিভি নিউজ

  ১৯ মে ২০২৪, ১৮:০১
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল
ছবি: সংগৃহীত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে নির্মাণাধীন ভবনের সাততলার মাচাং ভেঙে নিচে পড়ে ডালিম (১৯) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (১৯ মে) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পাঁচটার দিকে ডালিমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয় ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

নিহত ডালিমের মামা ওবাইদুর রহমান বলেন, দুপুরে সাততালা নির্মাণাধীন ভবনের বাইরে মাচাং বেঁধে প্লাস্টার করার সময় ভেঙে পড়ে আমার ভাগ্নে ডালিম গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে দেখি আমার ভাগ্নে আর বেঁচে নেই।

ডালিম নির্মাণাধীন ওই ভবনেই থাকতো। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার নারায়ণপুর গ্রামে। তার বাবার নাম রফিকুল ইসলাম।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৭০৫
স্বর্ণজয়ী শুটার সাদিয়া আর নেই
চাকরির খোঁজে এসে প্রাইভেটকার চাপায় নারীর মৃত্যু
ডেঙ্গুতে মৃত্যু বাড়ার কারণ জানালেন স্বাস্থ্যের ডিজি