• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সড়ক দুর্ঘটনায় আটকে গেলো কৃষিমন্ত্রীর গাড়িবহর

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৪
সড়ক দুর্ঘটনায় আটকা পড়ল কৃষিমন্ত্রীর গাড়িবহর
ফাইল ছবি

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার পাটকেলঘাটায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় আটকে যায় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকসহ তার গাড়িবহর।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পাটকেলঘাটা পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে আহত ৬ জনকে সাতক্ষীরা সদর হাসপাতাল ও অন্যদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় আহতরা হলেন, মজিদ গাজী (২৮), নির্মল বিশ্বাস (৪৫), লুফর রহমান, দীপ্ত সাহা (২৬), রেজা-উল গাজী (৫৫), জাহাঙ্গীর (৩৫)।

জানা গেছে, বাসটি খুলনা অভিমুখে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই পুরো সড়কের দুই পাশে বিপুল-সংখ্যক গাড়ি আটকা পড়ে। খুলনা থেকে সাতক্ষীরার দিকে আসা কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকসহ তার গাড়িবহর এই জটে আটকে যায়। পরে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সহায়তায় যানবাহন চলাচল শুরু করে।

পাটকেলঘাটা থানার ওসি নাজমুল হাসান জানান, যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
সড়ক দুর্ঘটনায় আহত মহাদেবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু
X
Fresh