• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

বাধ্য হয়ে স্থাপনা সরালো বিএসএফ

আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২১, ১৪:১২
বাধ্য হয়ে স্থাপনা সরালো বিএসএফ
ফাইল ছবি

আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ করছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। প্রথম দিকে প্রতিবাদ করেও কাজ না হওয়ায় পরবর্তীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কড়া প্রতিবাদে স্থাপনা সরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

শনিবার (১১ সেপ্টেম্বর) সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্ত আইন অনুযায়ী জিরোপয়েন্ট থেকে ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা তৈরি করার নিয়ম নেই। কিন্তু শনিবার সকালে আইন লঙ্ঘন করে মাত্র ২৫ গজ দূরে বিএসএফের চৌকি নির্মাণ করা হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ করা হয়। এরপরও বিএসএফ কাজ বন্ধ না করায় পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়। এরপরেই দুপুরেই বিএসএফ তাদের স্থাপনা সরিয়ে নেয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বৈঠকে বিএসএফ তাদের ভুল সিদ্ধান্ত বুঝতে পেরে দেয়াল তৈরির কাজ বন্ধ করে দেয়। এর পরপরই সেখানে থাকা নির্মাণসামগ্রীও সরিয়ে নেয়।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব
ভারতের পররাষ্ট্রসচিব ঢাকায়
বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড
ভারতের পররাষ্ট্রসচিব ঢাকায় আসছেন বুধবার
X
Fresh