• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চোরাচালানের সময় সাড়ে ২২ কেজি রূপার গহনা উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৭
চোরাচালানের সময় সাড়ে ২২ কেজি রূপার গহনা উদ্ধার
চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার মুন্সীপুর সীমান্তে চোরাচালানের সময় অভিযান চালিয়ে সাড়ে ২২ কেজি রূপার গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত রূপার গহনার আনুমানিক মূল্য ২৯ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জান আরটিভি নিউজকে জানিয়েছেন, চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে গেল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে দামুড়হুদা উপজেলার মুন্সীপুর সীমান্তে অভিযান চালানো হয়। এসময় ওই সীমান্তের ৯৩ নং মেইন পিলার থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধারমারা নদীর ওপর দিয়ে ৩ জন অজ্ঞাত ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছিলো। বিজিবি অজ্ঞাত ওই ৩ ব্যক্তিকে ধাওয়া করলে তিনটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। পরে ফেলে যাওয়া ব্যাগ থেকে ২২ কেজি ৭০০ গ্রাম রূপার তৈরি গহনা উদ্ধার করে বিজিবির সদস্যরা।

তিনি আরটিভি নিউজকে আরও জানিয়েছেন, উদ্ধারকৃত রূপার গহনার আনুমানিক মূল্য ২৯ লাখ টাকা। উদ্ধারকৃত রূপার গহনা দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর ও মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা রেকর্ড ৪২.২
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৬ ডিগ্রি
প্লাস্টিক সার্জারি করে বিপাকে এষা
চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২.২ ডিগ্রি, জনজীবনে অস্থিরতা
X
Fresh