Mir cement
logo
  • ঢাকা রোববার, ১৯ সেপ্টেম্বর ২০২১, ৪ আশ্বিন ১৪২৮

কুয়াকাটা সৈকতে ফের ভেসে এসেছে মৃত ডলফিন

কুয়াকাটা সৈকতে ফের ভেসে এসেছে মৃত ডলফিন
ফের ভেসে এসেছে মৃত ডলফিন

কুয়াকাটা সমুদ্র সৈকতে একের পর এক ভেসে আসছে মৃত ডলফিন। বুধবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কুয়াকাটার পূর্ব দিকে গঙ্গামতি সৈকতে ৬ ফুট লম্বা এবং দুপুর ১টার দিকে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় শুশুক প্রজাতির দুটি মৃত ডলফিন ভেসে আসে।

মৃত ডলফিন দুটি পানিতে ভেসে আসার সময় দেখতে পান ডলফিন রক্ষা কমিটির সদস্য আঃ রহমান। পরে তিনি ডলফিন রক্ষা কমিটির অন্যদের বিষয়টি জানান।

ডলফিন রক্ষা কমিটির সদস্য আঃ রহমান আরটিভি নিউজকে জানিয়েছেন, গত কয়েক দিনের ব্যবধানে ফের মৃত ডলফিন আসতে দেখে বিষয়টি জানিয়েছি রক্ষা কমিটি ও স্থানীয়দের। পরে সংবাদকর্মী ও স্থানীয়রা উপস্থিত হয়ে মৃত ডলফিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান তারা।

ডলফিন রক্ষা কমিটির সদস্য ও স্থানীয়দের ধারণা ডলফিন যেহেতু মাছ খেয়ে বেঁচে থাকে তাই মাছ শিকারের সময় জেলেদের জালে আটকে পরায় মারা যাচ্ছে। তবে ডলফিন রক্ষায় জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। কয়েকদিন আগেও একাধিক মৃত ডলফিন ভেসে আসছে কুয়াকাটা সৈকতে।

উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা আরটিভি নিউজকে জানিয়েছেন, স্থানীয় জেলেরা আমাকে বিষয়টি জানান। কি কারণে মাছ দুটি মারা গেছে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। শুশুক প্রজাতির ডলফিন দুটি জেলেদের জালের আঘাতে মারা যেতে পারে। আবার অনেক সময় বয়সের কারণে এ জাতীয় ডলফিন মারা যায়। ইতিমধ্যে ডলফিনগুলোকে বালু চাপা দেওয়া হয়েছে।

এমআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS