• ঢাকা বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

সাগরে গোসল করতে নেমে প্রাণ গেলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

আরটিভি নিউজ

  ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৪
সাগরে গোসল করতে নেমে প্রাণ গেলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
তৌনিক মকবুল

কক্সবাজার সমুদ্রসৈকতের সী-গার্ল পয়েন্টে গোসল করতে নেমে তৌনিক মকবুল (২৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সৈকতে গোসল করতে নেমে ভেসে যায় তৌনিক সহ তার দুই বন্ধু। সেখান থেকে দুজনকে জীবিত উদ্ধার করা গেলেও বাঁচানো যায়নি তৌনিককে।

তৌনিক ঢাকার শ্যামলীর আদাবর এলাকার নুরুল আমিনের ছেলে। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

তৌনিকের বন্ধু সাদমান সাকিব বলেন, তিন বন্ধু গতকাল কক্সবাজারে বেড়াতে আসে। বুধবার দুপুরে সীগার্ল পয়েন্টে গোসল করতে নামলে তীব্র স্রোতে ভেসে যান তারা। পরে তৌনিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মুরাদ ইসলাম। তিনি বলেন, নিখোঁজের খবর পেয়ে সৈকতকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তৌনিক নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ইজে/এমএন

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ জেলের মৃত্যু
সোমবার রাতেই কুতুবদিয়ায় ভিড়ছে এমভি আব্দুল্লাহ
রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত
টেকনাফে ১ লাখের বেশি ইয়াবাসহ মাদক কারবারি আটক 
X
Fresh