• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

মহাসড়কে যানবাহন চলাচলে বাধা দিচ্ছে না পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২১, ২১:১৬
মহাসড়কে যানবাহন চলাচলে বাধা দিচ্ছে না পুলিশ
রাতে মহাসড়কে যানবাহন চলছে

গার্মেন্টস খোলার খবর পেয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন শ্রমিকরা। শনিবার (৩১ জুলাই) রাতে সিরাজগঞ্জের হাটিকুমরুল, পাঁচলিয়া, কড্ডার মোড় থেকে যাত্রীদের কাছ থেকে কয়েকগুণ বেশি ভাড়া নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বাস।

এদিকে বাসের পাশাপাশি পণ্যবাহী ট্রাকে গাদাগাদি করে ঢাকার দিকে ছুটছে কর্মজীবী মানুষ। কোথাও মানা হচ্ছে না ন্যূনতম স্বাস্থ্যবিধি। এতে করোনার সংক্রমণ আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ঢাকাগামী রাসেল হোসেন নামে একজন গার্মেন্টস কর্মী আরটিভি নিউজকে জানান, কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে ট্রাকে করেই যেতে হচ্ছে। না গেলে চাকরি থাকবে না। তাই বাধ্য হয়ে যাচ্ছি।

মোস্তাক হোসেন নামে আরেকজন বাস যাত্রী আরটিভি নিউজকে জানান, রোববার (১ আগস্ট) থেকে অফিস খোলায় অতিরিক্ত ভাড়া দিয়ে ঢাকায় যাচ্ছি। না গেলে চাকরি থাকবে না। আর চাকরি না থাকলে পরিবার নিয়ে পথে বসতে হবে।

কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীর আরটিভি নিউজকে জানান, আগামীকাল রোববার (১ আগস্ট) থেকে শিল্পকারখানা খোলা থাকায় শ্রমিকদের যাতায়াতের স্বার্থে কোন যানবাহন চলাচলে বাধা দেয়া হচ্ছে না।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘুষ নিতে বাড়িতে কনস্টেবল, আটকে ৯৯৯-এ কল
এবার মিরপুরে পুলিশ বক্সে আগুন দিলো অটোরিকশাচালকরা
‘ভুল করলে জিরো টলারেন্স নীতি থেকে বাদ যাবে না পুলিশ সদস্যও’
চলছে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ, ৩ বাস ভাঙচুর
X
Fresh