• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

দৌলতদিয়ায় ফেরিঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড়

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ জুলাই ২০২১, ১৩:৩০
দৌলতদিয়ায় ফেরিঘাটে ঢাকামুখী মানুষের ভিড়
ঢাকামুখী মানুষের ভিড়

করোনা সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে ঢাকায় ফিরছে মানুষ ও ব্যক্তিগত গাড়ি। তাদের অধিকাংশই স্বাস্থ্যবিধি মানছেন না।

সোমবার (২৬ জুলাই) সকাল থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে এই চিত্র দেখা যায়। এ সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বিধিনিষেধে জরুরি সেবার যানবাহন পারাপারের জন্য সীমিত সংখ্যক ফেরি চলাচলের সুযোগে এসব যাত্রী ও ব্যক্তিগত গাড়িগুলো পারাপার হচ্ছে।

ঢাকামুখী যাত্রী কামাল হোসেন আরটিভি নিউজকে বলেন, ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম। অফিস থেকে কলে দেয়ার কারণে ঢাকাই যাচ্ছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দীন বলেন, এই রুটে জরুরি সেবার যানবাহন পারাপার করা হচ্ছে। সেই সুযোগে কিছু যাত্রী, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল উঠছে। তবে ব্যক্তিগত গাড়িগুলো যথাযথ কারণের প্রমাণ দিতে পারলেই কেবল ফেরির টিকিট পাচ্ছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মামুনুল হকের মুক্তির খবরে কারা ফটকে সমর্থকদের ভিড়
খুঁটির সঙ্গে বেঁধে ছাত্রলীগ নেতাকে বেদম পিটুনি, ভিডিও ভাইরাল
অবশেষে জানা গেল ভাইরাল ওই কনসার্টের গায়কের পরিচয়
কোভিড টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার করলো অ্যাস্ট্রাজেনেকা
X
Fresh