• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ভোলায় করোনায় একদিনে শনাক্তের রেকর্ড

ভোলা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ জুলাই ২০২১, ১১:৪৬
ভোলায় করোনায় একদিনে শনাক্তের রেকর্ড
ভোলা জেলা সিভিল সার্জনের কার্যালয়

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভোলা জেলায় একদিনে ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। যা কিনা ভোলায় শনাক্তের রেকর্ড। এদিন জেলাটিতে ১৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। সবমিলিয়ে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৬৭ জন। রোববার (২৫ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

গত এক বছরে এটিই জেলায় একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর আগে ১৬ জুলাই একদিনে সর্বোচ্চ শনাক্ত ছিল ৭১ জন। জেলায় বর্তমানে নমুনা সংগ্রহের বিপরীতে শনাক্তের হার ৫৮ দশমিক ২৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬১ জন, দৌলতখানে ৮ জন, বোরহানউদ্দিনে ১৯ জন, লালমোহনে একজন, চরফ্যাশনে একজন, তজুমদ্দিনে একজন এবং মনপুরায় ১১ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪ জন। ভোলায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২০৭ জন। বর্তমানে আক্রান্ত আছেন ৭৩০ জন।

হাসপাতালে নতুন করে করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ১৩ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৭ জন। গত ১৪ মাসে জেলায় মারা গেছে ৩০ জন। যাদের মধ্যে গত ৭ মাসেই ২৪ জনের মৃত্যু হয়।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খিলগাঁওয়ে একইদিনে তিন শিশুর মৃত্যু
দ্বিতীয় বিয়ে নিয়ে বিরোধ, ছেলের হাতে যুবলীগ নেতার মৃত্যু
রাজধানীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু 
ইডেনে রান উৎসব, রেকর্ডে ঠাসা ম্যাচে পাঞ্জাবের বিশ্বরেকর্ড
X
Fresh