• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ জুলাই ২০২১, ১১:৩১
জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ
ইলিশ

৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে নেমেছে নোয়াখালীর হাতিয়া উপকূলের জেলেরা। শুক্রবার (২৩ জুলাই) মধ্যরাত থেকে মেঘনার বিভিন্ন পয়েন্টে মাছ শিকার করছে তারা।

জেলেরা আরটিভি নিউজকে জানিয়েছে, মাছের প্রজননের জন্য গত ২০ মে থেকে ২৩ জুলাই মধ্যরাত পর্যন্ত উপকূলীয় এলাকায় মাছ ধরতে নিষেধাজ্ঞা ছিলো। সেটা শেষ হওয়ার পরই শুক্রবার মধ্যরাত থেকে আমরা মাছ শিকারে নেমেছি। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত আমাদের জালে প্রচুর পরিমাণে রূপালী ইলিশ ধরা পড়েছে। তবে এইবার মাছে সাইজ তুলনামূলকভাবে ছোট। তারপরও আমাদের জালে ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়ায় আমরা খুশি।

এদিকে, নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর নদীতে মাছ শিকারে নামতে পারায় উপজেলার জেলে পল্লীগুলোতে আনন্দের জোয়ার বইছে, হাসি ফুটেছে জেলেদের মুখে। তবে শুক্রবার ভোর থেকে এখন পর্যন্ত বৃষ্টি হওয়ায় নদী কিছুটা উত্তাল। সবকিছু চাপিয়ে মাছ ধরতে পারায় খুশি জেলেরা।

বুড়ির চর ইউনিয়ন জেলে সমিতির সভাপতি জবিউল হক আরটিভি নিউজকে বলেন, দীর্ঘদিন পরে জেলেরা নদীতে মাছ শিকার করতে পারাই তাদের মধ্যে প্রচুর আনন্দ বিরাজ করছে। ঘাটে জেলেদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোবিপ্রবির ২ হলে ডাইনিং-ক্যান্টিন বন্ধ, ভোগান্তিতে শিক্ষার্থীরা
সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান আতাহার ইশরাক
সেনবাগ উপজেলায় সাইফুল আলম দিপুর গণসংযোগ
প্রবাসী স্বামীর পরকীয়ার জেরে নোবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা
X
Fresh