• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঈদ শেষে কর্মস্থলে ফিরতে পাটুরিয়া ঘাটে মানুষের ঢল

স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ, আরটিভি নিউজ

  ২২ জুলাই ২০২১, ১৭:০৯
ঈদ শেষে কর্মস্থলে ফিরতে পাটুরিয়া ঘাটে মানুষের ঢল
পাটুরিয়া ঘাটে মানুষের ঢল

ঈদ শেষে কর্মস্থলে ফিরতে পাটুরিয়া ঘাটে ফেরি ও লঞ্চ দিয়ে পার হয়ে কর্মস্থলে যাচ্ছেন মানুষ। করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় সরকার আগামী শুক্রবার (২৩ জুলাই) মধ্যরাত থেকে দেশব্যাপী ২ সপ্তাহ লকডাউন ঘোষণা করেছেন। এ কারণে ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মমুখী মানুষ।

বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে ঘাটে গিয়ে এই চিত্র দেখা যায়। এ সময় যাত্রীবাহী শতাধিক কোচ ও অর্ধশতাধিক ছোট গাড়ি পারের অপেক্ষায় থাকতে দেখা গেছে।

ঢাকাগামী যাত্রী তানভীর হোসেন আরটিভি নিউজকে জানান, যানবাহনে অনেক যাত্রীর চাপ ও ভোগান্তি এড়াতে ঈদের পরের দিন ঢাকাতে চলে যাচ্ছি। যাতে করে ভালোভাবে যেতে পারি।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান আরটিভি নিউজকে বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১২টি ফেরি চালু রয়েছে। অল্প সময়ের মধ্যেই ঘাটে আটকে পড়া যানবাহনগুলো পার করা সম্ভব হবে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদ শেষে ১৭ এপ্রিল ট্রেনের ফেরার টিকিট বিক্রি শুরু
আখাউড়ায় ঐতিহ্যবাহী ‘পৌষ মেলা’য় মানুষের ঢল
ভূঞাপুরে নৌকার মিছিলে মানুষের ঢল
X
Fresh