• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মেট্রোরেলের আরও ১০ বগি ও দুটি ইঞ্জিন এলো মোংলায়

আরটিভি নিউজ

  ২০ জুলাই ২০২১, ১৯:৪৬
মেট্রোরেলের আরও ১০ বগি ও দুটি ইঞ্জিন এলো মোংলায়
ফাইল ছবি

মেট্রোরেলের আরও ১০ বগি ও দুটি ইঞ্জিন এসেছে মোংলা বন্দরে। জাপানের কোভে বন্দর থেকে ২ জুলাই ছেড়ে আসা পানামা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি হরিজন ৯ মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে মোংলা বন্দরে পৌঁছায়।

বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, জাহাজটি সাত নম্বর জেটিতে অবস্থান নিয়েছে পণ্য খালাসের জন্য। জাহাজটির সিঅ্যান্ডএফ এজেন্ট জানিয়েছে ঈদের পর কাস্টমসের সব কার্যক্রম শেষে পণ্য খালাস করে নদী পথে ঢাকার দিয়া বাড়ী এলাকায় মেট্রোরেলের জন্য নির্মিত ডিপোতে নেয়া হবে সেসব।

উল্লেখ্য, গেল ৩১ মার্চে ছয়টি এবং ৫ মে আরও ছয়টি বগি ও অন্যান্য যন্ত্রাংশ মোংলা বন্দরে খালাস করা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে ১০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল
ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল অজ্ঞাত নারীর মরদেহ
চালকবিহীন মেট্রোরেল চালু হলো কলকাতায়
আজ থেকে আবার চলছে মেট্রোরেল
X
Fresh