• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বাস্থ্যবিধি না মেনে কাউন্টারে ভিড়

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ জুলাই ২০২১, ১৩:১৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বাস্থ্যবিধি না মেনে কাউন্টারে ভিড়
স্বাস্থ্যবিধি না মেনে কাউন্টারে ভিড়

ঈদকে কেন্দ্র করে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো যাত্রীরা স্বাস্থ্যবিধি না মেনে নাড়ি টানে ছুটছে বাড়ি। এদিকে মহাসড়কে তেমন কোন যানজট নেই।

সোমবার (১৯ জুলাই) সকালে সিদ্ধিরগঞ্জস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ও সাইনবোর্ড মোড়ে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, অধিকাংশ যাত্রী, বাস চালক ও হেলপারদের মুখে মাস্ক নেই। যাত্রীদের ভিড় থাকলেও পর্যাপ্ত সংখ্যক বাস মহাসড়কে রয়েছে। ভাড়া নিয়েও যাত্রীদের কোন অভিযোগ নেই।

আশিক নামে এক যাত্রী আরটিভি নিউজকে জানান, আমি আমার ভাইয়ের জন্য অপেক্ষা করছি। হেলপাররা বেশি ভাড়ার বিনিময়ে যাত্রীদের ডাকছে না। ভাড়া ঠিকই আছে।

মনু আহম্মেদ নামের এক হেলপার আরটিভি নিউজকে জানান, ‘আমরা এক সিটে একজন কইরা যাত্রী নিতাছি। যা ভাড়া, তাই নিতাছি। বেশি ভাড়া নিমু না‘।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান আরটিভি নিউজকে বলেন, সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা রয়েছে।

যাত্রীদের স্বাস্থ্যবিধি না মানার ব্যাপারে তিনি জানান, স্বাস্থ্যবিধি না মানলে পুলিশ তাদেরকে সচেতন করছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোগান্তিহীন ঈদযাত্রা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তি চরমে
X
Fresh