• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২১, ০৮:৫৯
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে যানজট
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে যানজট

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় থেকে হাটিকুমরুল পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) ভোর রাত থেকে শুরু হওয়া গাড়িগুলো কখনও থেমে থেমে আবার কখন ধীরে ধীরে চলছে। এ পর্যন্ত ১৬ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সড়কেই কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। এমন যানজটের কারণে দুর্ভোগে পড়েছেন প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে যাওয়া যাত্রীরা। এছাড়া যারা গরু নিয়ে রাজধানীতে আসছেন তাদেরও যানজটের মুখোমুখি হতে হচ্ছে।

রংপুরগামী যাত্রী পারভেজ আলী আরটিভি নিউজকে বলেন, গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে গাড়িতে উঠেছি। সকাল ৭টায় বঙ্গবন্ধু সেতু পার হয়েছি। কখন বাড়ী যাবো ঠিক নাই। এই যানজট নিরসনে কোন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়েনি বলে জানান তিনি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী আরটিভি নিউজকে জানান, যানবাহনের অতিরিক্ত চাপ বৃদ্ধি ও দুর্ঘটনার কারণে ধীরগতির সৃষ্টি হচ্ছে। এ ধীরগতি কখনও যানজটের রুপ নিচ্ছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন পরবর্তী সহিংসতা, লাশ নিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ
ভোটের আগে গোপন বৈঠকের পর গ্রেপ্তার, বরখাস্ত সেই শিক্ষক
সিরাজগঞ্জে নির্বাচনী সহিংসতায় পরাজিত প্রার্থীর চাচা নিহত
মাকে পিটিয়ে হাসপাতালে পাঠালো ছেলে-পুত্রবধূ
X
Fresh