• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচনি সহিংসতায় নি'হত ২

আরটিভি নিউজ

  ২১ জুন ২০২১, ১৭:৫২
নির্বাচনি সহিংসতায় নিহত ২
নির্বাচনি সহিংসতা

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ দুই মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মৌজে আলী মৃধা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। একইদিনে ভোলার চরফ্যাশনে ইউপি নির্বাচনের মেম্বার প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মো. মনির (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২০ জুন) দুপুর ১২টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আটক হয়েছেন তিনজন।

এছাড়া ভোলার স্থানীয়রা জানিয়েছে, সকালে চর ফকিরা প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলছিল। এসময় ফুটবল প্রতীকের প্রার্থী ইয়াছিন ও পানির কল প্রতীকের প্রার্থী ইউসুফ শিকদারের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলির ঘটনায় মনির নিহত হন। এসময় একজন আহত হয়েছেন। তার পরিচয় এখনও পাওয়া যায়নি। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রচারে বাধা: কাজীপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে শোকজ
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ৯ নেতাকে শোকজ
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
প্রতীক পেয়েই প্রচার-প্রচারণায় প্রার্থীরা
X
Fresh