• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

খুলনা বিভাগে সর্বোচ্চ মৃ'ত্যুর রেকর্ড 

আরটিভি নিউজ

  ২০ জুন ২০২১, ১২:৪৭
খুলনা বিভাগে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড 
ফাইল ছবি

একদিন পর আবারও করোনাভাইরাসে সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এ বিভাগে ২৮ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২০ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় সাতজন, খুলনায় দুইজন, বাগেরহাটে দুইজন, সাতক্ষীরায় দুইজন, যশোরে চারজন, নড়াইলে একজন, মাগুরায় একজন, চুয়াডাঙ্গায় পাঁচজন এবং ঝিনাইদহে চারজন মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২২৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৮২১ জন। মারা গেছে ২০৮ জন এবং সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৯২ জন।

এর আগে, শনিবার (১৯ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুলনায় ২ দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উৎসব
কুষ্টিয়ায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
স্বাস্থ্য অধিদপ্তরের ৪ নির্দেশনা
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
X
Fresh