Mir cement
logo
  • ঢাকা বুধবার, ০৪ আগস্ট ২০২১, ২০ শ্রাবণ ১৪২৮

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ জুন ২০২১, ১২:০৭
আপডেট : ১৮ জুন ২০২১, ১৩:০৩

পিকআপ ভ্যানচাপায় এসআই নিহত

পিকআপ ভ্যানচাপায় এসআই নিহত
গোলাম মোস্তফা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পিকআপ ভ্যানচাপায় গোলাম মোস্তফা (৫৮) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালামুড়িয়া এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা কসবা থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফেনী জেলার ফুলগাজী উপজেলার আলী আজমের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, রাতে সড়কে দায়িত্ব পালনের সময় একটি পিকআপ ভ্যান এসআই মোস্তফাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যান নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

এমআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS