• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এবার ভাঙলো পাগনার হাওরের বাঁধ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, সুনামগঞ্জ

  ২৪ এপ্রিল ২০১৭, ১০:৪৭

এবার ভাঙলো সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরের বাঁধ।

সোমবার ভোরে হাওরের উরারবন্দ বাঁধ ভেঙে তলিয়ে যায় হাওরটি। তলিয়ে গেছ ৮ হাজার হেক্টর জমির বোরো ফসল।

স্থানীয়রা জানান, উপজেলার সবচেয়ে বড় এ বাঁধ টিকিয়ে রাখতে কৃষকরা প্রাণপণ চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। ক্ষতিগ্রস্ত কৃষকদের কান্নায় ভারী হয়ে উঠছে পরিবেশ।

জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ সামছুল আলম তালুকদার ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি ছিল জেলার সর্বশেষ সুরক্ষিত হাওর। এ হাওরটিও রক্ষা করা গেল না। সোমবার ভোরে বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করতে শুরু করেছে।

এর আগে রোববার সকালে শনির হাওরের বাঁধ ভেঙে যায়। বাঁধের নালুর গোয়ালা, আহাম্মকখালী ও রাধাপুর নামক তিনটি স্থানে বাঁধ ভেঙ্গে প্রবলভাবে ঢুকছে অতিবৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানি।

গেলো ৩০ মার্চ থেকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের একের পর এক হাওরে পানি ঢুকে ফসল তলিয়ে যায়। তবে, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ তিন উপজেলার হাওরপারের ৪০ গ্রামের মানুষের স্বেচ্ছাশ্রমে ২৫ দিন পর্যন্ত রক্ষা পায় শনির হাওরের বাঁধ। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত সরকারি সহযোগিতার দাবি তাদের।

আর/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতিহাস গড়লেন বাঁধন
সেনবাগে খালে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ
হাওরের পাকা ধান নিয়ে উদ্বিগ্ন কৃষক, শ্রমিক সংকট
বিশ্বের সর্ববৃহৎ আলপনার উদ্বোধন
X
Fresh