• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নওগাঁয় নতুন শনাক্ত ৩৬, মৃত্যু ৩

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ জুন ২০২১, ১১:৪৯
নওগাঁয় নতুন শনাক্ত ৩৬, মৃত্যু ৩ 
নওগাঁয় বিশেষ লকডাউন

নওগাঁয় গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আরটিপিসিআর এবং র‍্যাপিড এন্টিজেনে ৪৭৪ জনের করোনা পরীক্ষায় ৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। শনাক্তের হার ৭.৬ শতাংশ।

নওগাঁ জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ বলেন, মঙ্গলবার (৮ জুন) সকালে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় একজন এবং গত ৭ জুন নিজ বাসায় করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৮ জনের মৃত্যু হলো।

নতুন ৩৬ জনের করোনা পজেটিভ হওয়ায় জেলায় মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৫৪০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৮৮ জন।

এদিকে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় ৬ষ্ঠ দিনের মতো এক সপ্তাহের সর্বাত্মক বিশেষ লকডাউন। এই লকডাউন মানাতে যথেষ্ট তৎপর জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে পৌরসভার ২৩টি ও নিয়ামতপুর উপজেলায় ১৮টি পয়েন্টে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া লকডাউন বাস্তবায়ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠ পর্যায়ে ১০টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।

এমআই/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাঁকা ঢাকায় সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
X
Fresh