• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

হেফাজতের কেন্দ্রীয় কমিটিতে ব্রাহ্মণবাড়িয়ার দুই আলোচিত নেতা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ জুন ২০২১, ১৩:২৯
হেফাজতের কেন্দ্রীয় কমিটিতে ব্রাহ্মণবাড়িয়ার দুই আলোচিত নেতা
আলোচিত দুই নেতা

আলোচিত-সমালোচিত হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মাওলানা সাজিদুর রহমান ও সাধারণ সম্পাদক মুফতি মুবারক উল্লাহ সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন।

সোমবার (০৭ জুন) সকালে ঘোষিত ৩৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে সাজিদুর রহমানকে যুগ্ম মহাসচিব এবং মুফতি মুবারক উল্লাহকে সম্মানিত সদস্য পদ দেয়া হয়েছে। তাদের মধ্যে সাজিদুর রহমান হেফাজতের সাবেক কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ছিলেন।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডবের ঘটনায় জেলার বিশিষ্টজনরা গ্রেপ্তারের দাবি তোলার পর থেকেই সকলের আড়ালে রয়েছেন হেফাজত নেতা সাজিদুর রহমান ও মুবারক উল্লাহ। তবে সোমবার (০৭ জুন) কেন্দ্রীয় কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাজিদুর রহমানকে দেখা গিয়েছে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডবের ঘটনায় সাজিদুর রহমান ও মুবারক উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেয়ার জন্য গত ১ মে থানায় এজাহার জমা দেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। কিন্তু পুলিশ এখন পর্যন্ত এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করেনি।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওলামা দলের নতুন কমিটিতে স্থান পেলেন যারা
বিএনপির কেন্দ্রীয় কমিটিতে রদবদল
সংসদীয় স্থায়ী কমিটিতে সাকিব-মাশরাফি
বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের কমিটিতে শাবির দুই অধ্যাপক
X
Fresh