Mir cement
logo
  • ঢাকা রোববার, ২০ জুন ২০২১, ৬ আষাঢ় ১৪২৮

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ জুন ২০২১, ০৯:১২
আপডেট : ০৬ জুন ২০২১, ০৯:১৯

টাঙ্গাইলে ভারতফেরত একজন ক'রোনা পজিটিভ, ১২ ঘর লকডাউন 

টাঙ্গাইলে ভারতফেরত একজন করোনা পজিটিভ, ১২ ঘর লকডাউন 

টাঙ্গাইলের কালিহাতীতে ভারতফেরত বিপ্লব সেন (৩৫) নামে যুবকের করোনা পজিটিভ এসেছে।

জানা গেছে, তার বাড়ি পৌর এলাকার ছিলিমপুর পশ্চিম পাড়া গ্রামে। মঙ্গলবার রাতে ভারত থেকে দেশে এসে বৃহস্পতিবার নমুনা পরীক্ষা দিলে আজ তার ফলাফল পজিটিভ আসে। এতে করে ওই বাড়ির ১২টি ঘর লকডাউন করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা।

রুমানা তানজিন অন্তরা জানান, পৌর এলাকার ছিলিমপুর পশ্চিম পাড়া গ্রামের বিশ্বনাথ সেনের দুই ছেলে রনজিত সেন (৪০) ও বিপ্লব সেন (৩৫) চিকিৎসার জন্য ভারত যান। মঙ্গলবার রাতে তারা গোপনে দেশে ফিরে আসে। বৃহস্পতিবার তাদের নমুনা পরীক্ষার জন্য দেয়া হয়। আজ ফলাফলে বিপ্লব সেনের করোনা পজিটিভ আসে। এ জন্য ওই বাড়ির ১২টি ঘর লকডাউন করে দেয়া হয়েছে।

বিপ্লব সেনের বাবা বিশ্বনাথ সেনও করোনা পজিটিভ। তিনি ঢাকায় চিকিৎসা নিচ্ছেন বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার।

এসএস

RTV Drama
RTVPLUS