• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

২০ বসতঘর আ'গুনে পুড়ে ছাই

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ জুন ২০২১, ১৯:২০
২০ বসতঘর আগুনে পুড়ে ছাই
আগুন নিয়ন্ত্রণের চেষ্টা

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা এলাকার সফুরুদ্দিনের কলোনিতে ২০টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (৫ জুন) দুপুরে ওই এলাকার সফুরুদ্দিনের কলোনিতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক সফুরুদ্দিন বলেন, শনিবার (৫ জুন) দুপুরে কলোনির এক ভাড়াটিয়ার ঘর থেকে ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা পাশের কারখানার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে তারা শ্রীপুর ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তারা প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় কলোনির ২০টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা মো. রায়হান বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাইবান্ধায় আগুনে পুড়েছে ১০ দোকান 
মেঘনায় ৪০ হাজার মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
আগুনে পুড়লো বিধবা জবেদার মাথা গোঁজার ঠাই
বড়াইগ্রামের আগুনে পুড়ল ৫০ বিঘা জমির বরজ
X
Fresh