Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ১৫ জুন ২০২১, ১ আষাঢ় ১৪২৮

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ জুন ২০২১, ১১:০২
আপডেট : ০৪ জুন ২০২১, ১২:৪৪

রাজশাহী মেডিকেলে আরও ১৬ জনের মৃ'ত্যু

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১৬ জনের মৃত্যু
ফাইল ছবি

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ও করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ জুন) রামেকের উপ-পরিচালক ডা. মো. সাইফুল ফেরদৌস এ তথ্য জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার রামেকে করোনায় আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়। এছাড়া নতুন করে করোনায় আক্রান্ত হন আরও ৯৮ জন।

ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় যে ১৬ জন মারা গেছে তাদের মধ্যে ১০ জনই করোনা পজিটিভ। আর উপসর্গ নিয়ে মারা গেছে ৬ জন। মৃতদের মধ্যে আইসিইউতে ভর্তি ছিল ৫ জন, ২৫ নম্বর ওয়ার্ডে ৩ জন, ২২ নম্বর ওয়ার্ডে ২ জন, ৩ নম্বর ওয়ার্ডে ৩ জন, ২৯ নম্বর ওয়ার্ডে ২ জন ও ৩৯ নম্বর ওয়ার্ডে ১ জন মারা গেছেন।

তিনি আরও জানান, মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৯ জন, রাজশাহী জেলার ৬ জন ও নওগাঁ জেলার ১ জন। এছাড়া করোনা ওয়ার্ডে নতুন মোট ভর্তি আছেন ২২৫ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ৩২ জন। যাদের মধ্যে রাজশাহীর ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫ জন, পাবনার ৩ জন ও নাটোর জেলার বাসিন্দা একজন। নতুন ভাবে আক্রান্ত হয়েছেন ৮০ জন। এরই মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের টেস্টে আক্রান্তের সংখ্যা ২২ জন ও রামেকে টেস্টে ৫৮ জনের শরীরে করোনার জীবাণু ধরা পড়েছে।

জিএম/এম

RTV Drama
RTVPLUS