• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পুলিশের অভিযানে মানবপাচারের মূলহোতাসহ আটক ২

টেকনাফ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ মে ২০২১, ২৩:১১
পুলিশের অভিযানে মানবপাচারের মূলহোতাসহ আটক ২
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ থানা পুলিশ আলাদা অভিযান চালিয়ে অন্যতম মানবপাচারকারী ও মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছে।

আটককৃতরা হলেন- বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার মৃত আবদুস সালামের ছেলে মানবপাচারের মূলহোতা ছৈয়দুল ইসলাম প্রকাশ মো. সালাম (৩৫) ও টেকনাফ পৌরসভা ৯নং ওয়ার্ড কুলাল পাড়া এলাকার নুর ইসলাম প্রকাশ মোহাম্মদের ছেলে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল ইসলাম (২২)।

সোমবার (১৭ মে) বেলা ১২টার দিকে পল্লানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি সাইফুলকে গ্রেপ্তার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পল্লান পাড়া থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, কিছু রোহিঙ্গাদের অবৈধভাবে পাচারে জড়িত থাকায় গত ১০ মে একটি মামলা দায়ের করা হয়। যেখানে স্থানীয় নুরুল আমিনকে এক নম্বর আসামি করে ৬ জনকে এজাহার নামীয় অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে মানাবপাচার আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলার তিন নম্বর আসামি ছিলেন সালাম।

ওসি আরও জানান, তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
ঘুষ গ্রহণের অভিযোগে আটক রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী 
তাপদাহে গলে গেছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতা
X
Fresh