• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হোটেলে কোয়ারেন্টিন, বাড়ি ফিরে করোনা শনাক্ত ভারতফেরত দম্পতির

আরটিভি নিউজ

  ১৭ মে ২০২১, ১৭:২৭
হোটেলে কোয়ারেন্টিন, বাড়ি ফিরে করোনা শনাক্ত ভারতফেরত দম্পতির
ফাইল ছবি

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষে হোটেল থেকে বাড়ি ফিরে করোনা শনাক্ত হয়েছে এক দম্পতির।

আজ সোমবার (১৭ মে) যশোরে ভারতফেরত ওই দম্পতির পিসিআর টেস্টের ফলাফলে করোনা পজিটিভ আসে।

এরা হলেন, যশোর শহরের বেজপাড়া মেইন রোড এলাকার বাসিন্দা রাজিব সাহা (৩৪) ও তার স্ত্রী সুস্মিতা সাহা (২২)। তাদেরকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রাজিব সাহা ও সুস্মিতা সাহা ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ২৯ এপ্রিল বাংলাদেশে প্রবেশ করেন। ওইদিনই জেলা প্রশাসনের কর্মকর্তারা তাদের হোটেলে কোয়ারেন্টিনে পাঠান।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষে রাজিব সাহা ও সুস্মিতা সাহা ১৩ মে ছাড়পত্র পান। তাদের কোনও পরীক্ষা করানো হয়নি। বাড়ি ফিরে অসুস্থ বোধ করায় তারা নিজেরা পরীক্ষা করান এবং তাতে করোনা শনাক্ত হয়।

তিনি জানান, সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করলেও ১৫তম দিনে বাধ্যতামূলক করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে। ফলাফল নেগেটিভ সাপেক্ষে ছাড়পত্র পাবেন অবস্থানরতরা। গেল ১৪ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh