• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

ভারত ফেরত করোনা আক্রান্ত নারীর মৃত্যু

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ মে ২০২১, ২০:১৩
প্রতীকী ছবি।

ভারতে থেকে সিলেটে ফেরত কোভিড-১৯ আক্রান্ত আসমা বেগমের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার তার মৃত্যু হয়েছে। পরবর্তীতে তার সংস্পর্শে আসা ৬ জনের নমুনা পরীক্ষা করা হচ্ছে। এছাড়া তার সঙ্গে থাকা পুরুষ সঙ্গীকেও বুধবার বিকেল থেকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।

বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল।

তিনি জানিয়েছে, ভারত থেকে ফিরে করোনা পজেটিভ হয়ে মারা যান আসমা। বুধবার দুপুর ১২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার সঙ্গে থাকা পুরুষ সঙ্গীকে বুধবার বিকেল থেকে শহরতলীর খাদিমপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়।

জানা গেছে, ওই নারী সিলেটে দক্ষিণ সুরমার বাসিন্দা। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ৯ দিন আগে আসমা বেগম ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন। তিনি কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। পরে তাকে সরকারি ব্যবস্থাপনায় যশোর বক্ষব্যাধি হাসপাতালে কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। সেখানে ৯ দিন চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য বুধবার সকালে বিশেষ ব্যবস্থায় তাকে সিলেটে প্রেরণ করা হয়। সিলেটে আনার পর যশোর থেকে ওই নারীর করোনা পরীক্ষার প্রতিবেদন ‘পজিটিভ’ আসে।

এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মে দিবসের কর্মসূচিতে গিয়ে হিট স্ট্রোকে শ্রমিকের মৃত্যু
কলাপাড়ায় বজ্রপাতে কৃষকের ৩ গরুর মৃত্যু
পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড
কেনিয়ায় অতিবৃষ্টি ও বন্যায় আরও ৬৬ জনের মৃত্যু, নিহত বেড়ে ১৬৯
X
Fresh