• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে বিক্ষোভ চলছে 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ মে ২০২১, ১৩:৫৯
ঈদের ছুটি বাড়ানোর দাবিতে বিক্ষোভ চলছে 
ঈদের ছুটি বাড়ানোর দাবিতে বিক্ষোভ চলছে 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমি এলাকায় স্টারলিং ডিজাইনিং লিমিটেডের শ্রমিকরা ১২ দিনের ছুটির দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করছেন। সোমবার (১০ মে) সকালে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে শ্রমিকরা কারখানার সামনে ১২ দিনের ছুটির দাবিতে বিক্ষোভ করেন। সরকারি নিয়ম অনুযায়ী ঈদুল ফিতরের ৩ দিনের ছুটি ঘোষণা করেন। কিন্তু ওই কারখানার শ্রমিকরা কর্তৃপক্ষের কাছে ১২ দিনের ছুটি দাবি জানিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি কিছুটা শান্ত করার চেষ্টা করলেও শ্রমিকরা মানতে নারাজ। শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উঠতে চাইলে পুলিশের বাঁধার মুখে তা বন্ধ হয়ে যায়। পরে ওই কারখানার সামনে বিক্ষোভ করতে থাকে।

গাজীপুর-১ শিল্প পুলিশের ওসি কুমর উদ্দিন জানান, সকাল থেকে ওই কারখানায় শ্রমিকরা ১২ দিনের ছুটির দাবিতে বিক্ষোভ করছেন। এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কারখানার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ১০ দিনের ছুটি কার্যকর করা হয়। কিন্তু শ্রমিকরা তা মানেন না। তারা ১২ দিনের ছুটি দাবি করেন। এ কারণে শ্রমিকরা বিক্ষোভ করছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে ব্যাংক, অফিস-আদালত
পিকআপে গানবাজনা ও বেপরোয়া মোটরসাইকেল চালানোয় মামলা
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, নিরাপত্তা জোরদার
X
Fresh