• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চুরিতে বাধা দেয়ায় খুন হলেন গ্রামপুলিশ

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ মে ২০২১, ১৪:৩১
চুরিতে বাধা দেয়ায় খুন হলেন গ্রামপুলিশ
ফাইল ছবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বোরোখাড়া গ্রামে চুরিতে বাধা দেয়ায় চোরদের ছুরিকাঘাতে আব্দুর রউফ নামে এক গ্রামপুলিশ খুন হয়েছেন।

বৃহস্পতিবার (৬ মে) ভোররাতে ওই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রউফ (৩৫) একই এলাকার মৃত আব্দুর রশীদের ছেলে। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য বোরোখাড়া গ্রামের বাসিন্দা শব্দর আলী জানান, বৃহস্পতিবার (৬ মে) ভোররাতে উপজেলার বোরোখাড়ার নিজ বাড়ির বারান্দায় আব্দুর রউফ শুয়ে ছিলেন। এ সময় ২ থেকে ৩ জনের সংঘবদ্ধ একটি চোরের দল তার নিজ ঘরে থাকা সোলার প্যানেলের ব্যাটারি চুরি করার চেষ্টা করে।

পরে বিষয়টি টের পেয়ে রউফ পরিবার ও গ্রামবাসীকে চিৎকার করে ধাওয়া করে চোরদের। এসময় চোররা ধারালো ছুরি দিয়ে রউফের বুকের আঘাত করে বাড়ির অদুরে কাঁচা সড়কের পাশে তার মরদেহ ফেলে রেখে চলে যায়।

এ বিষয়ে তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার বলেন, কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছেন।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইফতারে পাকিস্তানির জুস খেয়ে ফেলায় খুন হলেন বাংলাদেশি  
মদ পানে গ্রামপুলিশের মৃত্যু
মাদকসহ গ্রামপুলিশ গ্রেপ্তার 
X
Fresh