Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ৩ আষাঢ় ১৪২৮

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের হিলিতে অবৈধভাবে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন ও পরিবেশনের দায়ে ৭টি সেমাই কারখানাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৪ মে) বিকেলে হিলির স্টেশন ডাঙ্গাপাড়া ও চন্ডিপুর এলাকায় পুলিশ ও বিএসটিআইয়ের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন। এসময় কারখানাগুলোর উৎপাদিত সেমাইগুলো ধ্বংস করা হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কিছু অবৈধ সেমাই কারখানায় অভিযান পরিচালনা করেছি। এসময় প্রত্যেকটি কারখানাতেই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন ও সেগুলো বাজারজাত করছে। কিন্তু তাদের এ সংক্রান্ত কোন অনুমোদন ছিল না। এ কারণে ৭টি সেমাই কারখানাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

এসএস

RTV Drama
RTVPLUS