• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

সুন্দরবনে এখনও ধোঁয়া উড়ছে

আরটিভি নিউজ

  ০৫ মে ২০২১, ১৩:৪০
সুন্দরবনে আবারও আগুন!
ফাইল ছবি

মঙ্গলবার সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারানী গহীন বনের আগুন নেভানো পর আজ বুধবার সেখাকার কয়েকটি স্থান থেকে ধোয়া উড়তে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পানি দেয়ার কাজ শুরু করে।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার যে স্থানে আগুন লেগেছিল মঙ্গলবার বিকেলে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এরপরও বুধবার দুপুরের দিকে আগুনে পুড়ে যাওয়া এলাকার কয়েকটি স্থানে ধোয়া দেখায় শরণখোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পানি দেয়া শুরু করেছে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার জানান, আগের আগুন লাগার কয়েকটি স্থানে আবারও ধোয়া দেখতে পাওয়ায় সতর্কতা হিসেবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পানি দেওয়া শুরু করে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাকচাপায় শিশু নিহত, ট্রাকে আগুন দিলো এলাকাবাসী
খামারে আগুন, ২ গবাদিপশুর মৃত্যু
রাজধানীর বারিধারায় পাঁচতলা ভবনে আগুন
চট্টগ্রামে রাইফেল ক্লাব ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
X
Fresh