• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

নতুন যে ৩ বিধি-নিষেধ যুক্ত হলো জারি করা প্রজ্ঞাপনে

আরটিভি নিউজ

  ০৫ মে ২০২১, ১৩:২৭
he 3 new restrictions have been added to the notification issued
ফাইল ছবি

মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে চলমান বিধি-নিষেধের মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। বুধবার (৫ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন করে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৬ মে মধ্যরাত পর্যন্ত বর্ধিত লকডাউন বলবৎ থাকবে।

সরকারঘোষিত ‘লকডাউন’ তথা বিধি-নিষেধের মধ্যে বৃহস্পতিবার (৬ মে) থেকে স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে জেলার ভেতরে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হলেও দূরপাল্লার গণপরিবহনের সঙ্গে লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ থাকবে আগামী ১৬ মে পর্যন্ত।

আগের বিধি-নিষেধের সঙ্গে নতুন কয়েকটি নিয়ম যুক্ত হয়েছে সেগুলো হলো-

১. সরকার নির্ধারিত ঈদের ছুটির ৩ দিনের বেশি নয়।

২. সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকতে হবে।

৩. গণপরিবহন চলবে, তবে এক জেলার বাইরে অন্য জেলায় যেতে পারবে না।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পেনশন নিয়ে প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি
জ্বালানি তেলের দাম কমলো
রমজানে মাদরাসার ছুটির তালিকা সংশোধন, ক্লাস চলবে যতদিন
নতুন ৭ জনকে প্রতিমন্ত্রী নিয়োগের প্রজ্ঞাপন জারি
X
Fresh