• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

কলাপাড়ায় মাছধরা ট্রলার থেকে ২০ মণ হাঙর জব্দ 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ এপ্রিল ২০২১, ১৭:৪২
কলাপাড়ায় মাছধরা ট্রলার থেকে ২০ মণ হাঙর জব্দ 
কলাপাড়ায় মাছধরা ট্রলার থেকে ২০ মণ হাঙর জব্দ 

পটুয়াখালীর কলাপাড়ার রাবনাবাদ নদে অভিযান চালিয়ে একটি মাছ ধরা ট্রলার থেকে ডগ প্রজাতির ২০ মণ হাঙর জব্দ করেছে পায়রা বন্দর কোস্টগার্ড সদস্যরা। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে এফ. বি আল-আমীন নামে একটি ট্রলার থেকে ১৫ লাখ টাকা মূল্যের হাঙরগুলো জব্দ করে কোস্টগার্ড।

আজ শুক্রবার বেলা দেড়টার দিকে কলাপাড়া বন কর্মকর্তার কাছে হাঙরগুলো হস্তান্তর করা হলে পেট্রোল দিয়ে সেগুলো পুড়িয়ে ফেলা হয়। এসময় কোস্টগার্ড, মৎস্য বিভাগ এবং বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

কলাপাড়া বন কর্মকর্তা আঃ ছালাম জানিয়েছেন, ট্রলার মালিক মো. আল-আমীনসহ অন্যান্য জেলেদের এই ধরনের জলজ প্রাণি শিকার না করার মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, সাগরে বিভিন্ন প্রজাতির হাঙর রয়েছে। জব্দকৃত হাঙরগুলো সেন্ডি বা ডগ প্রজাতির। এগুলো দলগতভাবে চলাচল করায় জেলেদের জালে আটকে পড়েছে। এগুলো সর্বোচ্চ ২০ থেকে ২৫ ইঞ্চি দৈর্ঘের হয়ে থাকে।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলাপাড়ায় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২
কলাপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
‘ঈদের কথা ভুলে গেছি, দুমুঠো ভাতের জন্য প্রাণপণ চেষ্টা’
লেকে মিলল ৬০০ গ্রামের ইলিশ
X
Fresh