• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীর চাপ

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ এপ্রিল ২০২১, ১৪:৪২
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীর চাপ
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীর চাপ

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ঢাকামুখী যাত্রী ও ছোট গাড়ির চাপ বেড়েছে। এ সময় গণপরিবহন বন্ধ থাকায় ব্যক্তিগত প্রাইভেটকার, মাইক্রোবাসে করেই যাত্রীরা ফেরি পার হচ্ছেন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর ২টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে দেখা যায় গাড়ি আর মানুষের ভিড়।

মাইক্রোবাস চালক শরিফ বলেন, অনেক দিন ধরে বাড়িতে বসা। আমরা গরিব মানুষ। গাড়ি না চালালে খাবো কী। করোনায় মানুষ মারা যাচ্ছে তাও গাড়ি নিয়ে বের হয়েছি পেটের দায়ে।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতাদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. ফিরোজ শেখ বলেন, দোকান ও শপিংমল খোলাতে কয়েক দিন ধরেই ঢাকামুখী যাত্রীদের চাপ অনেকটা বেড়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রায় ফিরতি ট্রেনে যাত্রীর চাপ
গাবতলী-সায়েদাবাদে নেই যাত্রীর চাপ
মহাসড়কে গাড়ি ও যাত্রীর চাপ, থেমে থেমে চলছে যানবাহন
সময় বাড়ায় মেট্রোরেলে স্বস্তি, রাতেও যাত্রীর চাপ
X
Fresh