• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

টাঙ্গাইলে ওষুধ কোম্পানিতে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ এপ্রিল ২০২১, ১৭:২৮
টাঙ্গাইলে ওষুধ কোম্পানিতে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলে ওষুধ কোম্পানিতে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের ঘাটাইলে বিটাস ফার্মাসিউটিক্যালস নামে একটি আয়ুর্বেদিক ওষুধ কোম্পানিতে অভিযান চালিয়েছে র‍্যাব। এসময় কোম্পানীর মালিক জাহাঙ্গীর হোসেনকে এক লক্ষ টাকা জরিমানা ও বিপুল পরিমাণে অনুমোদনহীন ওষুধ জব্দ ও ধ্বংস করেছে র‍্যাবের ভ্রাম্যমান আদালত। সোমবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলার মাছহাটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার বিকালে ঘাটাইল উপজেলার মাছহাটি এলাকায় বিটাস ফার্মাসিউটিক্যালস নামে একটি আয়ুর্বেদিক ওষুধ কোম্পানিতে অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে বিপুল পরিমান অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়।

পরে কোম্পানির মালিক জাহাঙ্গীর হোসেনকে এক লাখ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার। এছাড়াও বিপুল পরিমান ওষুধ ধ্বংস করা হয়। র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিআই স্বীকৃতি পেল টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্য 
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর হামলা-ছিনতাই, কিশোর গ্যাংকে ধরতে মরিয়া পুলিশ
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
X
Fresh