• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

সেতুমন্ত্রীর বাড়িতে ঢুকে পুলিশকে পিটিয়ে আহত

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ এপ্রিল ২০২১, ২১:২৪
He entered the house of the information minister and beat the police
ফাইল ছবি

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় শোভন বড়ুয়া ও নেজাম উদ্দিন নামে ২ পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ এপ্রিল) দুপুরে আটককৃত আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

আটককৃত ওবায়দুল হক হৃদয় (২৩) ফেনী জেলার সোনাগাজী পৌরসভা ৭নং ওয়ার্ডের মৃত এমদাদুল হক মানিকের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে ওবায়দুল হক হৃদয় সিএনজি অটোরিকশাযোগে এসে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে। এসময় পুলিশ বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবক দায়িত্বরত পুলিশ কনস্টেবল নিজাম উদ্দিনের বুকে লাথি মেরে পুনরায় ওই ভবনে প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত অন্য পুলিশ শোভন বড়ুয়া বাধা দেন। এতে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। এর পরে অভিযুক্ত যুবক ওবায়দুল হক হৃদয় ও তাকে বহন করা সিএনজি অটোরিকশাসহ পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।

এই ঘটনার বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, এ ঘটনায় অপ্রকৃতিস্থ অভিযুক্ত যুবক হৃদয়কে শনিবার (১০ এপ্রিল) দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসামি ধরতে গিয়ে ১০ পুলিশ সদস্য আহত
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ইফতার মাহফিলে সংঘর্ষ, আহত ৪
গুরুতর আহত ইমন
ওয়াশিংটনে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫
X
Fresh