• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

পুলিশ পরিচয়ে প্রতারণা অতঃপর বিজিবি সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আরটিভি নিউজ

  ০৬ এপ্রিল ২০২১, ১৫:৫১
Fraud in the identity of the police then arrested the BGB member
পুলিশ পরিচয়ে প্রতারণা অতঃপর বিজিবি সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা এলাকায় পুলিশ পরিচয়ে প্রতারণার সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা ১২টার দিকে তাকে আটক করা হয়।

আটককৃত মোহাম্মদ হোসাইন, জেলার ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্য ।

আরও পড়ুনঃ করোনায় ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সকালে শিবতলা এলাকায় পুলিশ পরিচয়ে একটি অটোরিকশার ব্যাটারির দোকানে প্রতারণা করার সময় সন্দেহ হলে ওই দোকানদার পুলিশকে সংবাদ দেয়। এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার পরে নিয়মানুয়াযী মোহাম্মদ হোসাইন বিজিবি সদস্যকে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদরে হস্তান্তর করা হয়।

এই ঘটনার বিষয়ে ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সুরুজ মিয়া জানান, তদন্তসাপেক্ষে এই বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তার দ্বারা যারা প্রতারিত হয়েছেন তাদের পাপ্য পাওনা পরিশোধের ব্যবস্থা নেয়া হবে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশ পরিচয়ে পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলে ছিনতাই
X
Fresh