• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মানুষের জীবন রক্ষার জন্যই লকডাউন: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক    

স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ, আরটিভি নিউজ

  ০৫ এপ্রিল ২০২১, ১৩:৩৮
Lockdown to save lives: Director General of the Department of Health
মানুষের জীবন রক্ষার জন্যই লকডাউন: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক  

মানুষের জীবন রক্ষার জন্যই লকডাউন ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

সোমবার (৫ এপ্রিল) সকালে মানিকগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

আরও পড়ুন... লকডাউনে আপনার করণীয় কী?

এসময় তিনি বলেন, সরকারি নির্দেশনা যারা মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সচেতনতা সৃষ্টির জন্য তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সারাদেশে প্রচারণা কার্যক্রম চালাবে। লকডাউনের সময় আরও বাড়ানো হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটি এখনই বলা যাচ্ছে না। সংক্রমণের হারের ওপরই নির্ভর করবে লকডাউন বাড়ানো হবে কি না।

আরও পড়ুন... মামুনুল হককে সমর্থন করে ফেসবুক লাইভে আসা সেই এএসআই প্রত্যাহার

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, ডা. হাসান ইমাম, ডা. ফরিদ হোসেন মিয়া, মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমীন আখন্দ, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. আরশ্বাদ উল্লাহসহ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাস্থ্য অধিদপ্তরের ৪ নির্দেশনা
ঘরে বসেই করা যাবে ডেঙ্গু পরীক্ষা, খরচ ১২০ টাকা
কেএনএফকে নির্মূল করা হবে : বিজিবি মহাপরিচালক
ডেমরায় ভলভো বাসে আগুনের ঘটনা রহস্যজনক : ফায়ার সার্ভিসের ডিজি
X
Fresh