• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

যে কারণে জীবননগরে ইউএনওর ওপর এলাকাবাসীর হামলা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ মার্চ ২০২১, ১৪:০৬
Locals attack UNO in Jivannagar
জীবননগরে ইউএনওর ওপর এলাকাবাসীর হামলা

চুয়াডাঙ্গায় ট্রাক্টরচাপায় মাইদুল (৩৪) নামে একজনের মৃত্যু হয়, এ সময় ঘটনাস্থল পরিদর্শনে গেলে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকনের ওপর হামলা করে এলাকাবাসী।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে জীবননগর উপজেলার কাটাপোল গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় ইউএনও এসএম মুনিম লিংকনের মাথা ফেটে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনই ওই গ্রাম থেকে মাটি কেটে ট্রাক্টরে করে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হত। মাটি কাটার ট্রাক্টরে অতিষ্ঠ ছিলেন গ্রামবাসী। মঙ্গলবার সকালে মাটিবোঝাই ট্রাক্টরের চাপায় মাইদুল (৩৪) নামে ব্যক্তি নিহত হন। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয়রা।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে ইউএনও ঘটনাস্থল পরিদর্শনে গেলে তার ওপর হামলা চালায় এলাকাবাসী। তিনি স্থানীয় এক ব্যক্তির বাসায় আশ্রয় নিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিজ বাসভবনে পৌঁছে দেয়।

এ ঘটনার বিষয়ে জীবননগর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি 
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর হামলা-ছিনতাই, কিশোর গ্যাংকে ধরতে মরিয়া পুলিশ
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, যা বললেন মিশা-ডিপজল
X
Fresh